ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘মাইজভাণ্ডারী তরিকার মূল শিক্ষা হলো মানবকল্যাণ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, এপ্রিল ২১, ২০২৫
‘মাইজভাণ্ডারী তরিকার মূল শিক্ষা হলো মানবকল্যাণ’ ...

চট্টগ্রাম: আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) নাজিরহাট দায়রা শাখার উদ্যোগে ফটিকছড়িতে দিনব্যাপী রক্তদান ও রক্তের গ্রুপ নির্ধারণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) উপজেলার নাজিরহাট ঝংকার মোড়ে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিট এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবসেবাই হল আসল ইবাদত।

আমাদের এই কর্মসূচি শুধু একজন নয়, অনেক মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখবে। তরুণদের এই উদ্যম ও সামাজিক দায়বদ্ধতা ভবিষ্যৎ বাংলাদেশকে এক আলোকিত সমাজে রূপান্তর করবে। মাইজভাণ্ডারী তরিকার মূল শিক্ষা হলো মানবকল্যাণ, আর আজকের এই রক্তদান ক্যাম্প তারই এক বাস্তব প্রতিফলন।

অনুষ্ঠানে শতাধিক তরুণ অংশগ্রহণ করে রক্তের গ্রুপ নির্ধারণ ও রক্তদান করে। ব্লাড ডোনেশন ক্যাম্পে ৪৪ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের স্বেচ্ছাসেবক ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্যকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।