ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘আ.লীগের দুর্নীতির জন্য আনোয়ারা উপকূলের মানুষের দুঃখ যায়নি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, ফেব্রুয়ারি ১২, ২০২৫
‘আ.লীগের দুর্নীতির জন্য আনোয়ারা উপকূলের মানুষের দুঃখ যায়নি’

চট্টগ্রাম: আনোয়ারা-কর্ণফুলী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর সাংগঠনিক সেক্রাটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আওয়ামী দুর্নীতির কারণে দেশের প্রকল্পগুলো লুটপাট হয়ে গেছে। এই লুটপাটের কারণে আনোয়ারার উপকূলীয় এলাকার মানুষের দুঃখের শেষ হয়নি।

এই বেড়িবাঁধ এখনি টেকসই করতে হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা ভাইগ্যেরো ঘাট ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চলমান প্রকল্পগুলোর কাজ এখন দেশপ্রেমিক ছাত্রজনতা তদারকি করবে। কোন অনিয়ম মেনে নেয়া হবে না। বেড়িবাঁধ নির্মাণে অতীতে যারা জড়িত ছিল তাদের আইনের আওতায় আনতে হবে। শেষে তিনি আগামী বর্ষার আগেই চলমান প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য পাউবোর সঙ্গে কথা বলেন।

এসময় রায়পুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি হাফেজ হারুন, সেক্রাটারি হাফেজ সানাউল্লাহ, বাইতুল মাল সেক্রেটারি তৌহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।