ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ২৭, ২০২৪
নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

চট্টগ্রাম: উপজেলা নির্বাচনের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করার দায়ে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (২৬ মে) রাতে লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল এ জরিমানা করেন।

তিনি বাংলানিউজকে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে প্রত্যেক ইউনিয়নে প্রচার কাজে একটি করে মাইকের গাড়ি ব্যবহারের বিধি বিধান রয়েছে। আনারস প্রতীকের কর্মীরা একসঙ্গে পাঁচটি মাইকের গাড়ি ব্যবহার করেন।

যা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন।  প্রতিটি গাড়িকে এক হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ২৭, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।