ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে 'সিইউএসডি'র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পিঠা উৎসব

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৪, জানুয়ারি ২৫, ২০২৪
চবিতে 'সিইউএসডি'র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পিঠা উৎসব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিতর্ক সংগঠন 'চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট'র (সিইউএসডি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করেছে সংগঠনটি।  

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান শুরু হয়।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।  

এ উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করেন তারা।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা সিইউএসডির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন। পরে আমন্ত্রিত শিক্ষকরা বক্তব্য বক্তব্য দেন। দুপুর ২টার দিকে কেক কেটে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনের সদস্যরা।  

দুপুর আড়াইটায় মার্কেটিং বিভাগের সভাপতি ড. তুনাজ্জিনা সুলতানার সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে বিষয় ছিল 'এই সংসদ মনে করে ছাত্রদের চাইতে শিক্ষকরাই বেশি রোমান্টিক'। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও 'সিইউএসডি'র সদস্যদের মধ্যে আরেকটি রৌম্য বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল 'প্রেম করার চেয়ে মুরগী পালন ভালো'। বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় 'সিইউএসডি'র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।  

সংগঠনটির সাধারণ সম্পাদক ইলহাম শারার বলেন, ২০০৯ সাল থেকে 'চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট'র যাত্রা শুরু হয়। আজ ২৫ জানুয়ারি 'সিইউএসডি'র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে আমরা পিঠা উৎসব এবং রম্য বিতর্কের আয়োজন করেছি। এছাড়া দিনব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি  ছিল। কর্মসূচির অংশ হিসেবে আমরা বৃক্ষরোপন করেছি এবং শিক্ষক শিক্ষার্থীদের রৌম্য বিতর্কের আয়োজন করেছি।

সংগঠনটির সভাপতি ফারহানা খান যুঁথী বলেন, আজকে 'সিইউএসডি'র ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আমাদের সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ছিল। এর মধ্যে ছাত্র শিক্ষক রৌম্য বিতর্ক, পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল অন্যতম। এছাড়া আমাদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে আমাদের আনন্দিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।