ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে আগুনে পুড়লো ৮ ব্যবসা প্রতিষ্ঠান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, ডিসেম্বর ১৫, ২০২৩
মীরসরাইয়ে আগুনে পুড়লো ৮ ব্যবসা প্রতিষ্ঠান  ...

চট্টগ্রাম: মীরসরাইয়ের মিঠাছরা বাজারে অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।  

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।  

আগুনে পুড়েছে আনোয়ার হোসেনের মুদি দোকান, রফিকুল ইসলামের ডেকোরেটরের দোকান, খোকনের দুটি দোকান, সাইফুল ইসলামের লাইটিংয়ের দোকান, ফার্নিচার গোডাউন।

এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মিঠাছরা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে বাজারের অনেক দোকান রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।