ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পিটিয়ে যুবককে হত্যা, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১, নভেম্বর ২৮, ২০২৩
পিটিয়ে যুবককে হত্যা, আটক ৩ ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে সুমন সাহা (৪৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।  

সোমবার (২৭ নভেম্বর) রাতে আব্দুল্লাহ সিদ্দিকী রোডে আরএস টাওয়ার নামে একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।

নিহত সুমন সাহা, একই ভবনের দ্বিতীয় তলায় ব্যাচেলর বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্ত্তী জানান, কয়েকজন লোক সোমবার রাতে সুমনের বাসায় গিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে সুমনের মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন মারধরে জখমে রক্তের জমাটবাঁধা কালচে দাগ দেখা গেছে।  

তিনি আরও জানান, পুলিশের ধারণা, মাদক ও সোনা চোরাচালানের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। মঙ্গলবার ভোর পর্যন্ত আটক করা তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।