ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেকের ৬৬ বছর: প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
চমেকের ৬৬ বছর: প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন 

চট্টগ্রাম: ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক)।  

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন।

এতে অংশ গ্রহণ করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

পরর শাহ আলম বীর উত্তম মিলনায়তনে কেক কাটা, শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মো. জাহাঙ্গীর, প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান,  উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক, সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।