ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, জুলাই ২৯, ২০২৩
লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২  ...

চট্টগ্রাম: লোহাগাড়ার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়।

 

গ্রেফতারকৃতরা হলো- বরিশালের চানপুর বেপারী বাড়ির সাইফুল ইসলাম প্রকাশ নয়ন (৩৪) ও টেকনাফের হ্নীলা ইউপির উত্তর লেদা লামুনী পাড়া ৮ নম্ব ওয়ার্ডের আব্দুল আমিন (২৪)।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- ড-১১-৬৪১৬) জব্দ করা হয়।

নয়ন গাড়িচালক এবং আব্দুল আমিন তার সহকারি হিসেবে কাজ করতো।

লোহাগাড়া থানার এসআই মো. শরিফুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানের ডেক্স বোর্ডের ভিতর  বিশেষ কায়দায় লুকিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পরিবহনের সময় চালক ও তার সহকারিকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।