ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে ব্রীজের রেলিং ভেঙে ট্রাক খাদে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, মে ১৪, ২০২৩
ফটিকছড়িতে ব্রীজের রেলিং ভেঙে ট্রাক খাদে ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে ব্রীজের রেলিং ভেঙে ট্রাক খাদে পড়ে চালক গুরুতর আহত হয়েছে।

রোববার (১৪ মে) সকালে ফটিকছড়ির ধুরুং খালের ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।

চালক শিহাব মিয়া (২৬) বাঁশখালীর চাতরী এলাকার বাসিন্দা।

ফটিকছড়ি হাইওয়ে পুলিশের ওসি আদিলুর রহমান বাংলানিউজকে জানান, ট্রাকটি ব্রীজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

তবে ট্রাকটি খালি ছিল। চালক গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।