ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, মে ১৫, ২০২৫
কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য লাল পেলেং কিং বম (২৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ মে) সকালে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাল পেলেং কিং বম,বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেল পাড়ার বাসিন্দা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার (আজ) সকালে কারাগারের কর্ণফুলী ভবনের ১৫ নম্বর ওয়ার্ডে লাল পেলেং কিং বম ঘুম থেকে উঠে হঠাৎ চিৎকার শুরু করেন।

এ সময় তার প্রচণ্ড খিঁচুনি শুরু হয়। দ্রুততার সঙ্গে কারারক্ষীরা তাকে ওয়ার্ড থেকে বের করে কারা হাসপাতালে নিয়ে যান। পরে কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদরোগে আক্রান্ত হয়ে লাল পেলেং কিং বম মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কর্ণফুলী ভবনের ১৫ নম্বর ওয়ার্ডে লাল পেলেং কিং বমসহ আরও কয়েকজন কেএনএফ সদস্য ছিলেন।

 প্রসঙ্গত, বান্দরবান জেলার রুমা থানায় সোনালী ব্যাংকে ডাকাতি, অপহরণসহ চার মামলার আসামি কেএনএফ সদস্য লাল পেলেং কিং বম। ২০২৪ সালের ৯ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। ওই বছরের ২৬ জুন তাকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।