ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

সিরিজ হারের পর জরিমানাও গুনছেন তামিমরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, আগস্ট ৯, ২০২২
সিরিজ হারের পর জরিমানাও গুনছেন তামিমরা

প্রথম দুই ম্যাচ হেরে নয় বছর পর জিম্বাবুয়ের কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সেই ধাক্কা সামলে ওঠার আগেই এবার জরিমানাও গুনতে হচ্ছে তামিমবাহিনীকে।

হারারেতে দ্বিতীয় ম্যাচে মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে টাইগারদের। আইসিসির এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম বল করেছে বাংলাদেশ। ফলে শাস্তি পেতে হচ্ছে।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে আর শুনানির প্রয়োজন হয়নি।  

সিরিজের শেষ ম্যাচে আগামীকাল ফের মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্ববুয়ে। এই ম্যাচে হারলে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশড হবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।