ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশে মুগ্ধ জাফর, আফগানিস্তানের শক্তি নিয়ে প্রশ্ন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, সেপ্টেম্বর ১৭, ২০২৫
বাংলাদেশে মুগ্ধ জাফর, আফগানিস্তানের শক্তি নিয়ে প্রশ্ন

বাংলাদেশের দারুণ লড়াই মুগ্ধ করেছে ভারতীয় সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরকে। তবে আফগানিস্তানকে নিয়ে তিনি মোটেও আশাবাদী নন।

বরং এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে আফগানকে মানতে একেবারেই নারাজ তিনি।

এশিয়া কাপের বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ যেভাবে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে, তাতে স্পষ্ট হয়ে গেছে আফগানদের দুর্বলতা। ইএসপিএনক্রিকইনফোর বিশ্লেষণে জাফর বলেন, “ভালো দলের বিপক্ষে এখনো তারা কখনও দেড়শ রান তাড়া করতে পারেনি। যারা রান তাড়ায় ভয় পায়, তাদের এখনই দ্বিতীয় সেরা দল বলা যায় না। ”

ম্যাচে শেষ দশ ওভারে ব্যাট হাতে বাংলাদেশ ছন্দ হারালেও বল হাতে নিয়ন্ত্রণটা দুর্দান্ত ছিল। সেটাই মুগ্ধ করেছে জাফরকে। তিনি বলেন, “শুরুটা অসাধারণ ছিল। ১০ ওভারে ৮৭ রান তুলেছিল। কিন্তু এরপর ধস নামলো। শেষ দিকে হয়তো ২০ রান কম হয়েছে। তবে বল হাতে নাসুম, রিশাদরা দারুণ করেছে। ফিল্ডিংও ছিল অসাধারণ। জয়টা পুরোপুরি প্রাপ্য। ”

বাংলাদেশ একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছিল। শুরুতে মনে হচ্ছিল তা হয়তো বুমেরাং হতে পারে। কিন্তু শেষে জয় ছিনিয়ে নেওয়ায় জাফর মনে করিয়ে দিলেন শেষ ভালো যার, সব ভালো তার। সাবেক তারকা বলেন, “এই জয়ের মাধ্যমেই জমে উঠেছে গ্রুপ 'বি’। হংকংয়ের বিপক্ষে আরও বড় ব্যবধানে (বাংলাদেশকে) জেতা উচিত ছিল। নেট রান রেট তখন ভালো হতো। তবে এই জয়ে গ্রুপটা এখন ভীষণ ইন্টারেস্টিং হয়ে গেছে। ”

আগামী কাল আফগানিস্তান ও শ্রীলঙ্কার লড়াই৷ এটা এখন দাঁড়িয়েছে ডু অর ডাই ম্যাচে। রশিদ খানরা যে কোনো মূল্যে জিততে চাইবে। কিন্তু জাফরের চোখে ফেভারিট শ্রীলঙ্কাই। তিনি বলেন, “আফগানিস্তান চাইবেই জিততে। তবে আমার এখনও সন্দেহ আছে। কারণ রান তাড়ার চাপ সামলাতে পারে না ওরা। শ্রীলঙ্কার দলে ভালো স্পিনার আছে, দলটাও ভারসাম্যপূর্ণ। তাই দারুণ লড়াই হলেও আমার কাছে লঙ্কানরাই এগিয়ে। ”

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ