বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ত্রয়োদশ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫২ রানের বড় ব্যবধানে হারিয়ে আসরের টানা তৃতীয় জয় তুলে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে লিটন দাসের দারুণ ইনিংসের পর শেষদিকে এসে ফাফ ডু প্লেসি ও ক্যামেরুন ডেলপোর্টের ঝড়ো ব্যাটিংয়ে ১৮৩ রানের সংগ্রহ পায় ইমরুল কায়েসের দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার (৩১ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন ওপেনার লিটন দাস। তবে অপরপ্রান্তে থাকা মাহমুদুল হাসান জয় দ্বিতীয় ওভারেই নাসুম আহমেদের শিকার হয়ে ১ রানে সাজঘরে ফিরেন। এরপর লিটনকে সঙ্গ দেন ডু প্লেসি। ৫৫ বলে ৮০ রানের দুর্দান্ত জুটি গড়েন এ দুই ব্যাটার। একাদশ ওভারে নাসুমের বলে উইকেট হারান লিটন। ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।
লিটনের বিদায়ের পর ব্যাট হাতে থিতু হতে পারেননি কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। বেনি হাওয়েলের বলে বোল্ড হয়ে ১ রানে বিদায় নেন তিনি। এরপর ডু প্লেসিকে সঙ্গ দিয়ে দারুণ এক জুটি গড়েন ক্যামেরুন ডেলপোর্ট। শেষ ওভারে বিধ্বংসী ব্যাট করে ২৩ রান নিয়ে দলকে ১৮৩ রানের বড় সংগ্রহ এনে দেন প্রোটিয়া এই ব্যাটার। ৪ চার ও ৩ ছয়ে ২৩ বলে ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। অপরপ্রান্তে ৮ চার ও ৩ ছয়ে ৫৫ বলে ৮৩ রান নিয়ে অপরাজিত থাকে ডু প্লেসি।
চট্টগ্রামের হয়ে দুইটি উইকেট শিকার করেন নাসুম আহমেদ। বাকি উইকেটটি পান বেনি হাওয়েল।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই নাহিদুলের ইসলামের শিকার হন চট্টগ্রামের ওপেনার কেনার লুইস। এক প্রান্তে থিতু হয়ে থাকা উইল জ্যাকস ব্যাট করে গেলও অপরপ্রান্তে ব্যাটাররা আসা যাওয়ার মধ্যে ছিল। মাত্র তিন জন ব্যাটার পেরেছিলেন তিন অঙ্কের ঘর স্পর্শ করতে। একে একে উইকেট হারান আফিফ হোসাইন (৪), সাব্বির রহমান (৫), মেহেদি হাসান মিরাজ (১০), নাঈম ইসলাম (৮) ও বেনি হাওয়েল (২)।
শেষদিকে ব্যাট করতে নেমে কিছুক্ষণ থিতু হয়ে থাকা মৃত্যুঞ্জয় চৌধুরির উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। ১৩ রানে তার বিদায়ের পর একপ্রান্ত আগলে রাখা উইল জ্যাকস শিকার হন তানভির ইসলামের। ৭ চার ও ৩ ছয়ে ৪২ বরে ৬৯ রান করে বোল্ড হন তিনি। এরপর ব্যাট করতে নেমে নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম ১ ও ৪ রানে বিদায়ের পর দলীয় ১৩১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস। ৫২ রানের বড় জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন নাহিদুল। দুইটি করে উইকেট পান মোস্তাফিজ, তানভির ও শহিদুল। বাকি উইকেটটি নেন করিম জানাত।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
আরইউ