ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, অক্টোবর ২৩, ২০২৫
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সুপার ওভারে গড়ানো দ্বিতীয় ওয়ানডের পর এবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে টাইগাররা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে দুই দল। প্রথম ম্যাচে বাংলাদেশ প্রতিবন্ধকতা ছাড়া জিতলেও দ্বিতীয় ওয়ানডেতে লড়াই হয় সমানে সমান। শেষ পর্যন্ত ম্যাচ হয় টাই, গড়ায় সুপার ওভারে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের ১১ রানের বিপরীতে টাইগাররা হেরে যায় মাত্র ১ রানে।

আজ দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানেজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফেন রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুডাকেশ মোতি, খারি পিয়েরে, আকিল হোসেন।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।