ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শুভাগতর দুর্দান্ত শতকে বিসিএল চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, জানুয়ারি ৬, ২০২২
শুভাগতর দুর্দান্ত শতকে বিসিএল চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএর) নবম আসরের শিরোপা জিতে নিল ওয়ালটন সেন্ট্রাল জোন। ফাইনাল ম্যাচে বিসিবি সাউথ জোনকে ৪ উইকেটে হারিয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন মিঠুন-সৌম্যরা।

ম্যাচে শুভাগত হোমের শতকে ভর করে সহজেই জয় পেয়ে যায় দলটি।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ম্যাচের শেষদিনে ৩ উইকেটে ২৬ রান সংগ্রহ নিয়ে খেলতে নামে সেন্ট্রাল জোন। ব্যাট করতে নেমে দিনের শুরুতেই উইকেট হারিয়ে বসে সৌম্য সরকার। ৮ রান করে তার বিদায়ের পর ব্যাট করতে নামা জাকের আলীকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শুভাগত হোম। তুলে নেন শতক। ১১২ বল খেলে দারুণ এই সেঞ্চুরির দেখা পান সেন্ট্রাল জোনের অধিনায়ক।

শতক হাঁকানোর পর থিতু হয়ে ব্যাট করে দলের জয় নিশ্চিত করেন শুভাগত হোম ও জাকের আলী। ১৫৩ রানের জুটি গড়েন তারা। অধিায়ক অপরাজিত থাকেন ১১৪ রানে। অপরপ্রান্তে থাকা জাকের আলী অপরাজিত ছিলেন ৪১ রানে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।