ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সালমার বোলিং নৈপুণ্যে নারী আইপিএল চ্যাম্পিয়ন ট্রেইলব্লেজার্স

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৩, নভেম্বর ১০, ২০২০
সালমার বোলিং নৈপুণ্যে নারী আইপিএল চ্যাম্পিয়ন ট্রেইলব্লেজার্স হারমানপ্রীতকরকে ফেরানোর আনন্দ সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করছেন সালমা

ব্যাট করার সুযোগ হয়নি। সালমা খাতুন নিজের নৈপুণ্যটা দেখালেন বল হাতে।

৪ ওভারে ১৮ রান দিয়ে দলের প্রয়োজনের সময় নিলেন সুপারনোভার মিডল-অর্ডারের ৩ উইকেট। আর ১৬ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন তার দল ট্রেইলব্লেজার্স।

সোমবার (০৯ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী আইপিএলের ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার স্মৃতি মান্ধানার ঝড়ো ফিফটিতে ৮ উইকেটে ১১৮ রান করে ট্রেইলব্লেজার্স। তার ৪৯ বলে ৬৮ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ৩ ছয়ে। দিয়ান্দ্রা ডোটিনের (২০) সঙ্গে ওপেনিং জুটিতে দলকে ৭১ রান এনে দেন স্মৃতি। এরপর রিচা ঘোষ (১০) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর পেরোতে পারেননি।  

সুপারনোভার হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন রাধা যাদব। এছাড়া একটি করে উইকেট ভাগাভাগি করেন পুনম যাদব ও শশিকালা শিরিবর্ধনে।  

১১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খায় সুপারনোভা। অধিনায়ক হারমানপ্রীত কর (৩০) ও শিরিবর্ধনে (১৯) ছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি।  এই দু’জনকে সাজঘরে ফেরান সালমা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক পরের উইকেটটি নেন আনুজা পাতিলের (৮)। সুপারনোভা ৭ উইকেট হারিয়ে থেমে যায় ১০২ রানে।  

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।