ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আইপিএলে খেলবেন না পিটারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, ফেব্রুয়ারি ৩, ২০১৭
আইপিএলে খেলবেন না পিটারসেন ছবি: সংগৃহীত

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন না কেভিন পিটারসেন। শীত মৌসুমের ব্যস্ততাকে কারণ হিসেবে দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র এই ইংলিশ ব্যাটসম্যান।

চলতি মাসের শেষের দিকে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের দশম আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন কেভিন পিটারসেন।

ইংল্যান্ডের মারকুটে এই ব্যাটসম্যান নিজের টুইটার অ্যাকাউন্টে এমন খবর নিশ্চিত করেছেন।

গত আসরে পিটারসেন খেলেছেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। তবে, ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি। মাত্র ৪টি ম্যাচ খেলার পর দেশে ফিরতে হয়েছিল তাকে।

এবার পুনের দলটি পিটারসেনকে ছেড়ে দিয়েছে। গত ডিসেম্বরে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক টুইটারে লিখেছেন, ‘আমি আইপিএলের নিলামে থাকছি না। শীতকালে আমার ব্যস্ততা রয়েছে। সুতরাং এপ্রিল-মে মাসে অ্যাওয়ে ম্যাচে দেশের বাইরে থাকতে চাই না। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ