ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশকে বড় টার্গেট ছুঁড়ে দিয়েছে দ. আফ্রিকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
বাংলাদেশকে বড় টার্গেট ছুঁড়ে দিয়েছে দ. আফ্রিকা বাংলাদেশকে বড় টার্গেট ছুঁড়ে দিয়েছে দ. আফ্রিকা/ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ নারী দলের বিপক্ষে সফরকারী দক্ষিণ আফ্রিকার মেয়েরা বড় সংগ্রহ গড়েছে। স্বাগতিকদের জয়ের জন্য ২৫২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে প্রোটিয়ারা।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে সফরকারী দ. আফ্রিকা তিন উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে।

প্রোটিয়াদের হয়ে ওপেনিং জুটিতে ১২২ রান তোলেন উইকেটরক্ষক ব্যাটার লিজেলি লি এবং আন্দ্রে স্টেইন।

লি’র ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৮৭ রান। নাহিদা আকতারের বলে পান্না ঘোষের হাতে ক্যাচ দেওয়ার আগে তিনি ৭১ বলে ৬টি চার আর ৭টি ছক্কায় তার ইনিংসটি সাজান।

আরেক ওপেনার স্টেইন করেন ৬৮ রান। তার ১২৩ বলের ইনিংসে ছিল মাত্র দুটি বাউন্ডারি। তিন নম্বরে নামা ডু পেরেজ করেন অপরাজিত ৬২ রান। ৮৭ বলে ৫টি চারের সাহায্যে তিনি তার ইনিংসটি সাজান। ট্রাইওনের ব্যাট থেকে আসে ৪ রান। অপরাজিত থাকা মারিজান্নে ক্যাপ করেন ২০ রান।

বাংলাদেশের হয়ে সালমা খাতুন দুটি উইকেট তুলে নেন। বাকি উইকেটটি যায় নাহিদার দখলে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।