ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

তামিম-দিলশান শো’তে হারলো মুশফিক-আফ্রিদিরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, ডিসেম্বর ২, ২০১৫
তামিম-দিলশান শো’তে হারলো মুশফিক-আফ্রিদিরা ছবি: উজ্জ্বল ধর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৮তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হয় চিটাগং ভাইকিংস আর সিলেট সুপারস্টারস। ম্যাচে সিলেটের ছুঁড়ে দেওয়া ১৪০ রানের টার্গেট বিনা উইকেটে অতিক্রম করে চিটাগং।

২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে দলকে পৌঁছে দিতে ভাইকিংসের দুই ওপেনার তামিম ইকবাল এবং দিলশান দু’জনেই অর্ধশতক হাঁকান।

আগে ব্যাটিং করে মুশফিকুর রহিমের সিলেট নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে তোলে ১৩৯ রান। জবাবে ১৬.১ ওভার ব্যাট করে জয়ের বন্দরে পৌঁছে যায় তামিম ইকবালের ভাইকিংস। বিপিএলের তৃতীয় আসরে উইকেটের দিক দিয়ে দশ উইকেটের জয়টি এখন পর্যন্ত বড় ব্যবধানের জয়।

আগে ব্যাটিং করে শহীদ আফ্রিদির অনবদ্য ব্যাটিংয়ে  শুরুর বিপর্যয় কাটিয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পায় সিলেট সুপারস্টারস। ইনিংসের শেষ দিকে চার-ছক্কার তাণ্ডব দেখান ‘বুমবুম’ খ্যাত আফ্রিদি।

তার ৪১ বলে ৬২ রানের ইনিংসে ভর করে ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করায় সিলেট।   ২২ গজে সিলেটের হয়ে একাই লড়েছেন ডানহাতি ব্যাটসম্যান আফ্রিদি। বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ৬৩ রানে ৬ উইকেট হারানো দলকেও শেষ পর্যন্ত আফ্রিদি পাইয়ে দেন লড়াইয়ের পুঁজি।

চরম ব্যাটিং বিপর্যয়ের মাঝে সপ্তম উইকেটে আফ্রিদি- সোহেল তানভির জুটি ৩৬ বলে যোগ করে ৬০ রান। সোহেল তানভিরের ব্যাট থেকে আসে মূল্যবান ১৭ রান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা সিলেট শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ২২ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসে মুশফিকুর রহিমের দল।

টপঅর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান রবি বোপারা। এ ইংলিশ ব্যাটসম্যান করেন ১১ রান। রানের খাতা খেলার আগেই তাসকিন আহমেদের বলে এলবিডব্লুউ হন অধিনায়ক মুশফিকুর রহিম।
 
শফিউল ইসলাম দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির, বিলওয়াল ভাট্টি ও আসিফ হাসান।

১৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ঘরের মাঠে জ্বলে উঠেন ভাইকিংসের ওপেনার তামিম ইকবাল। আরেক ওপেনার লঙ্কান তারকা দিলশানও কম যাননি। এ দু’জন ওপেনিং জুটি থেকেই তুলে নেন ১৪০ রান।

অপরাজিত থাকা তামিম ৫১ বলে ৮টি চারের সাহায্যে ৬৭ রান করেন। আর দিলশান ৪৬ বল মোকাবেলা করে ৬টি চার আর ৩টি ছক্কায় তার ৬৭ রানের অপরাজিত ইনিংসটি সাজান।

** চট্টগ্রামে আফ্রিদি তাণ্ডব, লড়াইয়ের পুঁজি পেল সিলেট

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ০২ ডিসেম্বর ২০১৫
এসকে/এমএমএস/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।