ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ঢাকা ছাড়ল নারী ক্রিকেট দল

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, নভেম্বর ২৬, ২০১৫
ঢাকা ছাড়ল নারী ক্রিকেট দল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিতে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ব্যাংককে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ১৪ সদস্যের বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন টাইগ্রেস দলের নতুন অধিনায়ক জাহানারা আলম।



বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয় জাহানারা-সালমারা।

ব্যাংকক পৌঁছে ২৮ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে ব্যাংককের থাইল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৯ নভেম্বর দ্বিতীয় ম্যাচে ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলোজির মাঠে স্কটল্যান্ড এবং ১ ডিসেম্বর একই ভেন্যুতে পাপুয়া নিউগিনির বিপক্ষে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে লাল-সবুজের দল।

বাছাইপর্বে বাংলাদেশ স্কোয়াড: জাহানার আলম (অধিনায়ক), আয়েশা রহমান (সহ-অধিনায়ক), রুমানা আহমেদ, নাহিদা আক্তার, শারমিন আক্তার, পান্না ঘোষ, ফারজানা হক, ফাহিমা থাতুন, সালমা খাতুন, লতা মন্ডল, রিতু মনি, শায়লা শারমিন, নিগার সুলতানা ও খাদিজাতুল কুবরা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘন্টা, ২৬ নভেম্বর ২০১৫
এইচএল/এমএমএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ