ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দ্রুতই ফিরতে চান ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, নভেম্বর ১৭, ২০১৫
দ্রুতই ফিরতে চান ওয়াটসন ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় দলের হয়ে শিগগিরই মাঠে নামতে চান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন কাঁধের ইনজুরিতে পড়েন এ তারকা ক্রিকেটার।



জাতীয় দলে ফেরার ব্যাপারে ওয়াটসন বলেন, ‘জাতীয় দলে ফেরার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। আসলে মাঠে ফেরার ব্যাপারে আমি রোমাঞ্চিত। গত ১২ মাসে আমি নিজেকে সেভাবে মেলে ধরতে পারিনি। তাই অ্যাশেজ সিরিজে টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। ’

নিজের বর্তমান ফিটনেস সম্পর্কে অভিজ্ঞ এ ক্রিকেটার বলেন, ‘আমি এ সপ্তাহে কঠোর পরিশ্রম করেছি। অবসর সময়ে আমি নিজেকে আরও ভালো প্রস্তুত করেছি। নিজেকে এখন ফিট মনে হচ্ছে। ’

টেস্ট থেকে অবসরের পর অজি ঘরোয়া লিগ ম্যাটাডোর ওয়ানডে কাপে খেলেছিলেন ওয়াটসন। তবে সে টুর্নামেন্টেও ইনজুরি আঘাত হানে। যদিও আসরের পাঁচ ম্যাচে কোন বল করেননি তিনি। তবে ৩৩ গড়ে ১৩২ রান করেছিলেন ডানহাতি এ ক্রিকেটার।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৯০টি ম্যাচ খেলেছেন ওয়াটসন। যেখানে তার রয়েছে ৫ হাজার ৭৫৭ রান। আর মিডিয়াম ফাস্ট বল করে নিয়েছেন ১৬৮টি উইকেট। ২০১৬ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আর ১২ জানুয়ারিতে ওয়াকা গ্রাউন্ডের ম্যাচটিতেই হয়তো ফিরতে পারেন ওয়াটসন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।