ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরি হাঁকিয়ে তামিমকে মনে পড়েছে ইমনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, মে ১৮, ২০২৫
সেঞ্চুরি হাঁকিয়ে তামিমকে মনে পড়েছে ইমনের ছবি: সংগৃহীত

আরব আমিরাতের বিপক্ষে বাকিরা যখন আসা-যাওয়ার মধ্যে ছিলেন, তখন একাই লড়েছেন পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

এই সেঞ্চুরির নেপথ্যে অবশ্য তামিমের কথাই টেনে এনেছেন ইমন। জানিয়েছেন ছোটবেলা থেকে সাবেক এই ওপেনারকে অনুসরণের কথা।

গতকাল প্রথম টি-টোয়েন্টিতে ৫৪ বলে ১০০ রান করেন ইমন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তিনি এই মাইলফলক অর্জন করেন। তবে তামিমের ছেয়ে দ্রুততম ছিলেন তিনি। বিসিবির এক ভিডিও বার্তায় এই ইনিংসের অনুভূতি জানালেন ইমন। সেখানেই তামিমকে অনুসরণ করার কথা বলেছেন এই ওপেনার।

ইমন বলেন, ‘ভালো লাগছে, সেঞ্চুরি হয়েছে আমার। ড্রেসিং রুমে আসার পর আমার মনে পড়েছে, তামিম ভাইয়ের ছিল প্রথম সেঞ্চুরি। আমারটা দ্বিতীয় হলো। সব মিলিয়ে ভালো লাগছে। তামিম ভাইকে ছোট থেকে অনুসরণ করতাম। উনার খেলা দেখতাম, ভালো লাগত। উনার পরে নামটা আমার আসছে। ভালো লাগছে। তামিম ভাইয়ের একশটা মনে আছে, ওমানের সঙ্গে করেছিলেন। উনার সব খেলা দেখি সবসময়। মনে ছিল আমার। ’

গতকাল যখন ক্রিজে লড়ছিরেন ইমন। অপরপ্রান্তে টিকতে পারছিলেন না কেউ। ২০ রানও পার করতে পারেননি বাকি ব্যাটাররা। বাকিদের এমন যাওয়া-আসার মধ্যেই নিজের আগ্রাসী ভাব ছাড়তে চাননি ইমন। চেষ্টা করেছেন বড় সংগ্রহ গড়ার। সেটিই করিয়ে দেখিয়েছেন পরে।  

ইমন বলেন, ‘উইকেট যখন পড়ছিল, তখন চেষ্টা করছিলাম নিজের ইন্টেন্ট না বদলাতে। আমি সবসময় আমার শক্তির (জায়গায় বল পেতে) অপেক্ষা করছিলাম। তবে এটাও মাথায় ছিল যে, খেলাটা (ইনিংস) বড় করতে হবে। এক প্রান্ত থেকে উইকেট পড়ছে, আমাকে এগিয়ে যেতে হবে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, টেনে নিতে চেষ্টা করেছি। শেষ পর্যন্ত পেরেছি। ’

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।