ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আসছে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৬, নভেম্বর ১৩, ২০১৫
আসছে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল

ঢাকা: দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। আগামী ১৭ ও ১৯ নভেম্বর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে সফরকারীরা।



ঢাকায় একদিন অবস্থানের পর ১৫ নভেম্বর কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ের নারী দলটি। স্বাগতিক দলের ক্রিকেটাররা আগে থেকেই অবস্থান করছেন কক্সবাজারে।

চলতি মাসের প্রথমদিকে দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফরের কথা ছিল। খেলা হওয়ার কথা ছিল কক্সাবাজারেই। নিজেদের অনুশীলনের জন্য কক্সবাজারে চলে যায় সালমা-জাহানারা-পান্না ঘোষরা। তবে, শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরটি স্থগিত করায় জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।