ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

হঠাৎই টেস্ট ক্রিকেটে মালিকের অবসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, নভেম্বর ৩, ২০১৫
হঠাৎই টেস্ট ক্রিকেটে মালিকের অবসর ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্ট শেষেই আর সাদা পোশাকে খেলবেন না বলে জানিয়েছেন মালিক।



প্রায় ৫ বছর পর জাতীয় দলের হয়ে টেস্টে সুযোগ পেয়েছিলেন শোয়েব মালিক। ফিরেই প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। তৃতীয় টেস্টের (শারজা টেস্টের) প্রথম ইনিংসে ব্যাট হাতে তিনি করেন ৩৮ রান আর বল হাতে নেন ৪টি উইকেট। দ্বিতীয় ইনিংসে কোনো রান করার আগেই সাজঘরে ফেরেন তিনি। এরপরই দিন শেষে অবসরের ঘোষণা দেন মালিক।

চলমান তিন ম্যাচ টেস্ট সিরিজে ব্যাট হাতে মালিকের মোট রান ২৯২ আর এক ইনিংস বাদে বল হাতে ৮ উইকেট নিয়েছেন পাকিস্তানি এ অলরাউন্ডার।

পাকিস্তানের হয়ে ২০০১ সালে টেস্টে অভিষেক ঘটে মালিকের। এরপর খেলেছেন ৩৫টি টেস্ট। সাদা পোশাকে তার মোট রান ১৮৯৮ আর উইকেট ২৯টি।

অবসরের ঘোষণা দিতে গিয়ে মালিক বলেন, টেস্ট থেকে বিদায় নেওয়ার জন্য এটিই আমার সঠিক সময়। দলে অনেক নতুন তারকা আসছে। আর তাছাড়া আমার পরিবারকেও সময় দিতে হবে। আমি ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপকে গুরুত্ব দেব।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।