ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবর ভিত্তিহীন: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, মে ১৯, ২০২৫
এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবর ভিত্তিহীন: বিসিসিআই বাবর আজম ও বিরাট কোহলি/সংগৃহীত ছবি

এশিয়া কাপ বা অন্য কোনো এসিসি টুর্নামেন্ট থেকে ভারত সরে দাঁড়াচ্ছে—এই খবর পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিভিন্ন গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ায় মঙ্গলবার (ভারতীয় সময়) ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।

তিনি বলেন, "আজ সকাল থেকেই বেশ কিছু সংবাদমাধ্যমে বিসিসিআইয়ের এশিয়া কাপ ও মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের খবর প্রচারিত হচ্ছে। এসব খবর পুরোপুরি ভিত্তিহীন। বিসিসিআই এখন পর্যন্ত এমন কোনো আলোচনা করেনি বা এসিসিকে কোনো চিঠিও দেয়নি। "

সাইকিয়া আরও জানান, বিসিসিআইয়ের বর্তমান অগ্রাধিকার হচ্ছে চলমান আইপিএল ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ, পুরুষ ও নারী—দুই দলের জন্যই।

অপারেশন সিঁদুরের প্রেক্ষাপট

সম্প্রতি ভারতীয় বাহিনীর চালানো ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায়। ফলে এশিয়া কাপ ও আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। এই প্রেক্ষাপটে বিসিসিআইয়ের এমন বিবৃতি তাৎপর্যপূর্ণ।

সাইকিয়া স্পষ্ট করে বলেন, "এসিসির কোনো টুর্নামেন্টই এখনো বিসিসিআইয়ের কোনো আলোচনায় আসেনি। কাজেই এসব সংবাদের কোনো ভিত্তি নেই। ভবিষ্যতে এমন কোনো আলোচনা হলে বা সিদ্ধান্ত নেওয়া হলে বিসিসিআই তা যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানাবে। "

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।