ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ফের পেছালো প্রোটিয়াদের বাংলাদেশ সফর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৭, নভেম্বর ৩, ২০১৫
ফের পেছালো প্রোটিয়াদের বাংলাদেশ সফর ছবি: সংগৃহীত

ঢাকা: আরেক দফা পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফর। মঙ্গলবার (০৩ নভেম্বর) ঢাকায় আসার কথা থাকলেও আসছে না প্রোটিয়া মেয়েরা।

দলটি না এলেও বাংলাদেশে হাজির হয়েছেন ক্রিকেট দ. আফ্রিকার একজন নিরাপত্তা কর্মকর্তা।

তিনটি ওয়ানডে আর চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসার কথা ছিল অতিথি দলটির।

ঠিক কী কারণে প্রোটিয়া মেয়েরা এবার আসছে না, এমন উত্তর খুঁজতে বিসিবির সঙ্গে যোগাযোগ করা হলে একটি সূত্র থেকে জানানো হয়, দ. আফ্রিকা দলে নিজেদের বেশ কিছু লজিস্টিক্যাল ব্যাপার থাকায় তারা সফরে আপাতত আসতে চাইছে না। নিরাপত্তার কোনো সমস্যার কথা তারা জানায় নি। এরকম কোনো কারণও নেই। তারা জানিয়েছে খুব দ্রুতই বাংলাদেশে আসবে। তাদের নিরাপত্তা কর্মকর্তার রিপোর্টের উপর নির্ভর করে সিরিজটি আয়োজন করতে হবে-এমন কোনো শঙ্কাও নেই।

আরও জানা যায়, সিরিজটি নির্ধারিত সময়ে শুরু করতে না পারলে দুই দেশের ক্রিকেট বোর্ড দুই ফরমেটের কিছু ম্যাচ কমিয়ে দিতে পারে। কারণ আগামী ১৪ অথবা ১৫ নভেম্বর জিম্বাবুয়ে নারী দল পূর্ব নির্ধারিত সিরিজ খেলতে বাংলাদেশে আসবে।

এদিকে, প্রোটিয়া মেয়েরা না আসলেও ম্যাচের ভেন্যু কক্সবাজারে পৌঁছে গেছে স্বাগতিকরা।

প্রোটিয়ারা গত ১৫ অক্টোবর বাংলাদেশে আসার কথা থাকলেও পরে নিরাপত্তার অজুহাত দেখিয়ে নতুন তারিখ জানিয়ে দেয়। নতুন তারিখ হিসেবে ০৩ নভেম্বর তাদের আসার কথা থাকলেও আরেকবার সেটি পিছিয়ে গেল।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।