ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি শেষে চট্টগ্রামে এনসিএল শুরু

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, নভেম্বর ১, ২০১৫
বৃষ্টি শেষে চট্টগ্রামে এনসিএল শুরু

ঢাকা: প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ভেসে যায়। বৃষ্টির কারণে মাঠে বল গড়ানো দূরে থাক, আম্পায়াররা টসও করতে পারেননি।

তবে, মাঠে খেলা ফিরলো দ্বিতীয় দিনের শেষ সেশনে। এদিন মাত্র ৭ ওভার খেলা হয়।
 
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে খুলনা বিভাগ। রংপুরে হয়ে ব্যাটিংয়ে নেমে দলীয় ২১ রানের মাথায় আব্দুর রাজ্জাকের বলে জিয়াউর রহমানের ক্যাচে পরিণত হন আরাফাত সানি (৪)। এরপর দ্বিতীয় উইকেটে কল্যানাশিষ বসু ও নবিন ইসলামের ৬ রানের জুটিতে দিনশেষে ১ উইকেটে ২৭ রান সংগ্রহ করে রংপুর। কল্যানাশিষ ১৮ ও নবীন ৪ রানে  অপরাজিত রয়েছেন।

অন্যদিক, কক্সবাজারে বৃষ্টির কারণে প্রথম দিনের ধারাবাহিকতায় ভেসে গেছে ঢাকা মেট্ট্রো ও ঢাকা বিভাগের মধ্যকার দ্বিতীয় দিনের খেলাও।

বাংলাদেশ সময় ১৯০০ ঘন্টা, নভেম্বর ০১, ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।