ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে রুবেলের সাফল্যের মূলমন্ত্র ‘মেডিটেশন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, অক্টোবর ৩১, ২০১৫
বিশ্বকাপে রুবেলের সাফল্যের মূলমন্ত্র ‘মেডিটেশন’ ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার রুবেল হোসেনের সাফল্যের মূল্য কারণ মেডিটেশন।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্রিয়েটিভ মেডিটেশন ফাউন্ডেশন আয়োজিত ৮ জন শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক আকরাম খান এ কথা বলেন।


 
আকরাম খান বলেন, বিশ্বকাপের সময় রুবেল একটি সমস্যায় পড়েছিল। আমি তার সঙ্গে জেলে দেখা করতে যাই। তখন তাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। আমি রুবেলকে বুঝিয়ে আমার স্ত্রীর সঙ্গে ক্রিয়েটিভ মেডিটেশনে পাঠাই। রুবেল সেখানে মাত্র আধাঘণ্টা থাকতে চেয়েছিলো, কিন্তু যাওয়ার পর তিন ঘণ্টা ছিলো।
 
এরপর তার সাফল্যের কথা সবারই জানা। ইংল্যান্ডের বিপক্ষে রুবেল যে দু’টি বোল্ড আউট করে ছিলো তা অসাধারণ। মূলত মেডিটেশনের কারণেই রুবেল তার মানসিক বিমর্ষতা কাটিয়ে উঠতে পেরেছিলো- জানালেন আকরাম খান।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, রংপুর রাইডার্সের পৃষ্ঠপোষক রানা আবুল বাসার, সাগুফতা গ্রুপের পরিচালক দারা আবু জুবায়ের, নাট্য অভিনেতা তুষার খান প্রমুখ।
 
মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ বলেন, যে ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে, সেই ফুল থেকেই ভোমরা বিষ সংগ্রহ করে। তাই আমরা কোনটা নিবো সেটি আমাদের মানসিকতার বিষয়। ল্যাপটপে ফেসবুক চালানোর বিষয়ে এ মন্তব্য করেন তিনি।
 
নাট্যাভিনেতা তুষার খান বলেন, ল্যাপটপ দিয়ে শুধু ফেসবুক চালালে হবে না। এটির যথোপযুক্ত ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের যে উদ্দেশে ল্যাপটপ দেওয়া হয়েছে তার সদব্যবহার করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এএসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।