ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইয়াসিরের সঙ্গে কাজ করতে চান ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, অক্টোবর ২৮, ২০১৫
ইয়াসিরের সঙ্গে কাজ করতে চান ওয়ার্ন

ঢাকা: পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ’র সঙ্গে বোলিং নিয়ে কাজ করতে চান শেন ওয়ার্ন। দুবাইয়ে এক সফরকালে এমন ইচ্ছে প্রকাশ করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি এ লেগ স্পিনার।



ক্রিকেট বিশ্বে লেগ স্পিনার হিসেবে সবচেয়ে ওপরের কাতারে রয়েছেন ওয়ার্ন। আর সম্প্রতি সময়ে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন ইয়াসির। ইংল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্ট শেষে বোলিং ৠাংকিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন ইয়াসির। তার এমন কৃর্তীকে ‘অসাধারণ’ বলে উল্ল্যেখ করেছেন ওয়ার্ন।

ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে শারজায়। আর এ টেস্টে আগে নেট সেশনে ইয়াসিরের সঙ্গে কাজ করতে চান ওয়ার্ন। সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে পাকিস্তান।

অজিদের হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন বলেন, ‘আমি ইয়াসিরের সঙ্গে আরো একবার দেখা করতে চাই। যদি এ সপ্তাহে আমি সময় পাই তবে ইয়াসিরের সঙ্গে বোলিং নিয়ে কাজ করবো। ’

এরআগে ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে প্রথবারের মতো ইয়াসিরের সঙ্গে দেখা হয় ওয়ার্নের। সে সময় অজি এ কিংবদন্তি পাক স্পিনারের সঙ্গে বেশ সময় আলাপ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।