ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

৭ নভেম্বর আসছে জিম্বাবুয়ে অনুর্ধ্ব-১৯ দল

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, অক্টোবর ২১, ২০১৫
৭ নভেম্বর আসছে জিম্বাবুয়ে অনুর্ধ্ব-১৯ দল ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেতে ৭ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে অনুর্ধ্ব-১৯ দল। দশ দিনের সফরে বাংলাদেশের যুবাদের বিপক্ষে এই ম্যাচগুলো খেলবে জিম্বাবুয়ের যুবারা।


  
ঢাকা এসে ওইদিনই সফরকারী দলটি চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দিবে। ৮ ও ৯ নভেম্বর দুই দিনই অনুশীলনে কাটাবে। ১০ নভেম্বর জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলবে প্রথম ওয়ানডে ম্যাচ। পরের দিন বিশ্রাম শেষে ১২ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে সফরকারীরা। ১৩ নভেম্বর থাকছে বিশ্রাম, ১৪ নভেম্বর তৃতীয় ওয়ানডে। এরপরের দিনটি অর্থাৎ ১৫ নভম্বর বিশ্রাম শেষে ১৬ নভেম্বর খেলবে সিরিজের চতুর্থ ও শেষ ওয়ানডে ম্যাচ। এরপর, ১৭ নভেম্বর জিম্বাবুয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে দলটি।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘন্টা, ২১ অক্টোবর, ২০১৫
এইচএল/এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।