ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

গোল্ড মার্ক বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, অক্টোবর ২১, ২০১৫
গোল্ড মার্ক বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুই বছরের চুক্তিতে ‘গোল্ড মার্ক বিস্কুটে’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। বুধবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে কোম্পানিটির সঙ্গে তামিমের চুক্তি সম্পন্ন হয়।



এর আগে গোল্ড মার্ক বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ছিলেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

তামিম সর্বশেষ ১৭তম জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলেছেন। আর নভেম্বরে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। তামিম বর্তমানে বাংলাদেশ দলের ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৫
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।