ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভারতকে হারিয়ে প্রোটিয়াদের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৬, অক্টোবর ১৮, ২০১৫
ভারতকে হারিয়ে প্রোটিয়াদের লিড ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি জিতে নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ভারতকে ১৮ রানে হারিয়েছে প্রোটিয়ারা।

এ ম্যাচে জয়ের ফলে ২-১ এ লিড নিল ডি ভিলিয়ার্সের দল।

 আগে ব্যাটিং করে দ. আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৭০ রান। জবাবে ৬ উইকেট হারিয়ে ২৫২ রানে থামে টিম ইন্ডিয়ার ইনিংস। ধোনি বাহিনীকে হারাতে ব্যাট হাতে জ্বলে উঠেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক এবং বল হাতে দারুণ পারফর্ম করেন মরনে মরকেল।

ব্যাটিংয়ে নেমে দ. আফ্রিকা ওপেনিং জুটিতে তুলে নেয় ৭২ রান। ওপেনার ডি কক করেন ইনিংস সর্বোচ্চ ১০৩ রান। রান আউট হওয়ার আগে ডি কক ১১৮ বলে ১১টি চার আর একটি ছক্কা হাঁকিয়ে তার ইনিংসটি সাজান। আরেক ওপেনার ডেভিড মিলার করেন ৩৩ রান।

 তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে হাশিম আমলা ৫ রান করেন। তবে, চার নম্বরে নামা ফাফ ডু প্লেসিস খেলেন ৬০ রানের ইনিংস। ডি ককের সঙ্গে ১১৮ রানের জুটিও গড়েন প্লেসিস। এছাড়া ডি ভিলিয়ার্স ৪, জেপি ডুমিনি ১৪ রান করে বিদায় নিলেও ফারহান বেহারদিয়েন ৩৩ রানে অপরাজিত থাকেন।

 ভারতের হয়ে দুটি উইকেট নেন মোহিত শর্মা। এছাড়া একটি করে উইকেট পান হরভজন সিং, অমিত মিশ্র এবং আক্সার প্যাটেল।

 ২৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২৫২ রানে থামে স্বাগতিকদের ইনিংস।   ওপেনার রোহিত শর্মার ব্যাট থেকে ৭৪ বলে ৭টি চার আর দুটি ছক্কায় আসে ৬৫ রান। আরেক ওপেনার শিখর ধাওয়ান করেন ১৩ রান। ইনিংস সর্বোচ্চ ৭৭ রান করেন বিরাট কোহলি। ৯৯ বল মোকাবেলা করে কোহলি তার ইনিংস সাজান। ধোনির ব্যাট থেকে আসে ৪৭ রান।

 সুরেশ রায়না খালি হাতে ফেরেন। আজিঙ্কা রাহানে ৪ রানে ফিরলেও আক্সার প্যাটেল অপরাজিত ১৫ আর হরভজন সিং অপরাজিত ২০ রান করে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান।

 প্রোটিয়াদের হয়ে চারটি উইকেট তুলে নেন মরনে মরকেল। ডেল স্টেইন, কেগিসো রাবাদা আর বেহারদিয়েন কোনো উইকেট না পেলেও একটি করে উইকেট নেন ডুমিনি এবং ইমরান তাহির।

 বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।