ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাদ পড়লেন ফিন, স্বস্তিতে নেই পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, অক্টোবর ১২, ২০১৫
বাদ পড়লেন ফিন, স্বস্তিতে নেই পাকিস্তান

ঢাকা: বাঁ পায়ের ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে বাদ পড়লেন ইংল্যান্ড ফাস্ট বোলার স্টিভেন ফিন। ডানহাতি এ বোলারের পরিবর্তে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংলিশ দলে সুযোগ পেতে পারেন মার্ক উড।



এদিকে ফিনের ইনজুরিতে ইংলিশ দল কিছুটা ব্যাকফুটে চলে গেছে। তবে পাক স্পিনার ইয়াসির শাহ’র কাঁধের সমস্যা অ্যালিস্টার কুকদের স্বস্তির কারণ হতে পারে। পাকিস্তান দলের অনুশীলনের সময় ব্যথা পান ১০ টেস্টে ৬১ উইকেট নেওয়া লেগ স্পিনার ইয়াসির।

সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজের আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন ফিন। ১৫ ওভারে ১৬ রানের বিনিময়ে তিনি চারটি উইকেট নিয়েছিলেন।

আমিরাতে ২০১০ সাল থেকে হোম ভেন্যু হিসেবে খেলা পাকিস্তান এখন পর্যন্ত কোন টেস্ট সিরিজ হারেনি। সর্বশেষ ২০১২ সালে ইংলিশদের চার ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ১২ অক্টোবর, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।