ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

নিজেদের অবস্থান তুলে ধরবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, অক্টোবর ৬, ২০১৫
নিজেদের অবস্থান তুলে ধরবে বিসিবি

ঢাকা: ৯ অক্টোবর আইসিসি’র বোর্ড সভায় নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন দেশের কাছে বিসিবি নিজেদের অবস্থান তুলে ধরবে বলে জানালেন, সহ-সভাপতি মাহবুব আনাম। উক্ত সভায় টাইগারদের ভবিষ্যতের দ্বিপাক্ষিক সিরিজ গুলো বাড়ানোও বিসিবি’র অন্যতম লক্ষ্যে থাকছে বলেও জানান তিনি।



মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে আইসিসি’র পরবর্তী সভায় বিসিবি’র করণীয় নিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মাহবুব আনাম।

ভবিষ্যত ট্যুর প্ল্যান বা এফটিপিতে বাংলাদেশের পরবর্তী ট্যুর প্রসঙ্গে মাহবুব আনাম জানান, প্রথমে এফটিপি ৫ বছর মেয়াদে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিক ছিল। বিভিন্ন বিষয় পর্যালোচনার পর, পরিবর্তিত পরিস্থিতে বর্তমানে তা চার বছর মেয়াদে চলছে, যেখানে বাংলাদেশের বিষয়টিও অন্তর্ভুক্ত আছে।

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে মাহাবুব বলেন, আইসিসি সভায় বাংলাদেশের বর্তমান ধারাবাহিক সাফল্যের কথা তুলে ধরা হবে। ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও দ্বিপাক্ষিক ট্যুর এফটিপিতে অন্তর্ভুক্ত করা যায় কী না তা নিয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশ সময় ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এইচএল/এমআর
   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।