ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আবারো ‍ইনজুরিতে ছিটকে পড়লেন এরাঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, অক্টোবর ৪, ২০১৫
আবারো ‍ইনজুরিতে ছিটকে পড়লেন এরাঙ্গা ছবি: সংগৃহীত

ঢাকা: আরো একবার ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার শামিন্দা এরাঙ্গা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে পেশীর ইনজুরির কারণে বাদ পড়লেন তিনি।



এরাঙ্গা ২০১৫ সালের জানুয়ারীর পর থেকে ইনজুরিরর কারণে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন নি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে কাঁধের ইনজুরিতে দলে ছিলেন না তিনি। আর সর্বশেষ ভারতের বিপক্ষেও পেশীর ইনজুরির কারণে বাড় পড়েছিলেন।

এ প্রসঙ্গে লঙ্কান প্রধান নির্বাচক কাপিলা উইজিগুনাবর্ধনে বলেন, ‘ইনজুরির কারণে এরাঙ্গা বেশ কিছুদিন ধরে ভুগছে। গত ডিসেম্বরে তার কাঁধের ইনজুরিতে শুরু হয়। পরে পেশীর ইনজুরির কারণে তাকে পুনর্বাসিত হতে হয়। ’

এরাঙ্গা ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে চার উইকেট পেয়ে চমক সৃস্টি করেন। পরবর্তীতে ২০১৪ সালে ইংল্যান্ডের মাটিতে অ্যালিস্টার কুকদের বিপক্ষে লঙ্কার ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে দারুণ ভূমিকা রাখেন তিনি। দুই ম্যাচে তিনি ১১টি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্ট, ০৪ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।