ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইয়াসিরের ঘূর্ণিতে এগিয়ে গেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, অক্টোবর ১, ২০১৫
ইয়াসিরের ঘূর্ণিতে এগিয়ে গেল পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: এক ইয়াসির শাহ’র স্পিনেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৩২ রানে হারলো জিম্বাবুয়ে। ফলে সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা।

পাকিস্তানের করা ২৫৯ রানের জবাবে ৩৭ ওভারে ১২৮ রানে সবক’টি উইকেট হারায় জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস ক্লাবে পাকিস্তানের দেয়া ২৬০ রানের টার্গেটে খেলতে নেমে ইয়াসির শাহ’র স্পিন ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে শেন উইলিয়ামসের ব্যাট থেকে। ডানহাতি লেগস্পিনার ইয়াসির ৯ ওভারে মাত্র ২৬ রানের বিনিময়ে ছয়টি উইকেট তুলে নেন। শোয়েব মালিক পান তিনটি উইকেট।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানও নিজেদের শুরুটা ভালো করতে পারেনি। দলীয় ১২৮ রানের মধ্যেই টপ অর্ডারের পাঁচটি উইকেট হারায় আজহার আলীর নেতৃত্বে থাকা দলটি। তবে ষষ্ঠ উইকেট জুটিতে দুই তরুণ মোহাম্মদ রিজওয়ান ও  ইমাদ ওয়াসিম ১২৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন।

রিজওয়ান ৭৪ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৭৫ রানের অসাধারণ একটি ইনিংস খেলে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ বলে সমান রান করেন ইমাদ। পাকিস্তান নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ২৫৯ রান তোলে।

ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পাওয়া ইয়াসির ম্যাচ সেরা নির্বাচিত হন। ০৩ অক্টোবর একই মাঠে দু’দলের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।