ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

অজিদের না আসা সত্যিই দুঃখজনক: পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, অক্টোবর ১, ২০১৫
অজিদের না আসা সত্যিই দুঃখজনক: পাপন ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর সিরিজ স্থগিত করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তাদের এত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেবার পরও এমন সিদ্ধান্তে আমরা ব্যথিত।



অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওয়েবসাইট বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে জানায়, বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজটি বাতিল না করলেও আপাতত বাংলাদেশ সফর স্থগিত রাখার ঘোষণা দেয় অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ)।

এ প্রসঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন পাপন। তিনি এ সময় সংবাদমাধ্যমকে জানান, অস্ট্রেলিয়াকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছিল। চার স্তরের ভিভিআইপি নিরাপত্তা দিতে চেয়েছি আমরা। এতো নিরাপত্তা নিশ্চিত করার পরও তাদের না আসা সত্যিই দুঃখজনক। আমরা তাদের এমন সিদ্ধান্তে ব্যথিত।

তিনি আরও যোগ করে বলেন, আগামী ০৯ অক্টোবর আইসিসির বোর্ড সভা রয়েছে। সেখানে আমি এ বিষয়টি তুলে ধরব। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের সঙ্গে আলোচনায় বসব। তাদের সঙ্গে বিস্তারিত কথা বলব। সেখানে যত দ্রুততম সময়ে আবারো সিরিজটি আয়োজন করা যায় কী না তা নিয়ে কথা বলব। আশা প্রকাশ করছি শিগগিরই সিরিজটি সম্পন্ন হবে।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে আসার কথা ছিল টিম অস্ট্রেলিয়ার। তবে, নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের সফর বিলম্বিত হয়। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওয়েবসাইট বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে জানায়, বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ০১ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।