ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শুরু হচ্ছে হিউজের মৃত্যু তদন্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, আগস্ট ২৯, ২০১৫
শুরু হচ্ছে হিউজের মৃত্যু তদন্ত ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যুর প্রায় নয় মাস পেরিয়ে গেছে। শেফিল্ড শিল্ডের ম্যাচে ব্যাট করতে গিয়ে বাউন্সি বলের আঘাতে মৃত্যু হয় এ ক্রিকেটারের।

তবে এই ব্যাপারটিতে দুর্ঘটনার বাইরে অন্যকিছু হয়েছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে নিউ সাউথ ওয়েলস তদন্ত কর্মকর্তারা।

নিউ সাউথ ওয়েলসের বিচারিক কাজ করা ক্রাউন সলিসিটর অফিস ইতোমধ্যে হিউজের মৃত্যুর সম্পকৃত সকল কাগজপত্র নিয়ে কাজ শুরু করেছে। তবে অফিসিয়ালি তদন্ত শুরু করার ব্যাপারে এখনও কোন তারিখ দেয়নি সংস্থাটি।

এদিকে হিউজের মৃত্যুর ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া ইতোমধ্যে একটি কমিশন গঠন করেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, ‘আমরা নিউ সাউথ ওয়েলস ক্রাউন সলিসিটরের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি। আর তদন্তের ব্যাপারে আমরা সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ’

তিনি আরো বলেন, ‘আমরা এই তদন্তে দেখতে চাই দুর্ঘটনার বাইরে কোন কিছু ঘটেছে কিনা। ক্রিকেট মাঠে এমন দুঃখজনক ঘটনা আমরা আর দেখতে চাইনা। ’

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।