ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

জন্ডিসে আক্রান্ত তাইজুল ছুটিতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, আগস্ট ২৭, ২০১৫
জন্ডিসে আক্রান্ত তাইজুল ছুটিতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলামের জন্ডিস ধরা পড়ায় তাকে এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। মিরপুরে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্পে থাকা এ বাঁহাতি স্পিনারের অভিযোগের পর মেডিকেল রিপোর্টের ব্যাপারটি নিশ্চিত হয়।



তাইজুলের অসুস্থতার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও বাইজিদুল ইসলাম খান বলেন, ‘তাইজুলকে তার গ্রামের বাড়ি নাটোরে যেতে বলা হয়েছে। আর তার অসুস্থতার মাত্রা যদি আরো বেড়ে যায় তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। তবে বর্তমানে তার বিশ্রাম প্রয়োজন। ’

এদিকে তাইজুল আশা করছেন জন্ডিসের মাত্রা স্বাভাবিক হয়ে যাবে। আর খুব দ্রুতই তিনি অনুশীলনে ফিরতে পারবে।

এ ব্যাপারে তাইজুল বলেন, ‘আমি আশাকরি ঠিকভাবে বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবো। এখন আমি কিছুদিন নাটোরে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। ’

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।