ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সেপ্টেম্বরে জাতীয় ক্রিকেট লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, আগস্ট ১৯, ২০১৫
সেপ্টেম্বরে জাতীয় ক্রিকেট লিগ ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া সিরিজের আগে ফ্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজন করার কথা থাকলেও তার বিকল্প হিসেবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে এনসিএল।



এনসিএল আয়োজন নিয়ে বুধবার বিকেলে বিসিবি কার্যালয়ে টুর্নামেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ‘যেহেতু সামনে অস্ট্রেলিয়া সিরিজ। সেই বিষয়টি মাথায় রেখেই আমরা ঈদের আগেই এনসিএলের শুরু করতে যাচ্ছি। বিসিএলের কথা চিন্তা করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে সেটি করা কঠিন হবে। তাই আমরা চাচ্ছি এনসিএল ১৫ অথবা ১৭ সেপ্টেম্বরের মধ্যে শুরু করতে। ’
 
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।