ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

কলম্বো টেস্টে অনিশ্চিত প্রদীপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, আগস্ট ১৯, ২০১৫
কলম্বো টেস্টে অনিশ্চিত প্রদীপ নুয়ান প্রদীপ (মাঝে) / ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নুয়ান প্রদীপের খেলা নিয়ে সংশয় রয়েছে। গল টেস্ট জয়ে শ্রীলঙ্কার এ ডানহাতি পেসার দলের হয়ে অন্যতম ভূমিকা রাখেন।

শেষ পর্যন্ত ছিটকে পড়লে প্রদীপের পরিবর্তে কে খেলবেন সে বিষয়ে এখনো কিছু জানায়নি লঙ্কান নির্বাচকরা।

বোলিং করার পর পিচের বিপদজনক জায়গা দিয়ে রানিং করায় প্রদীপকে দুবার সতর্ক করেছিলেন আম্পায়াররা। কারণ, এতে করে ইনজুরিতে পড়ার শঙ্কা থাকে। হয়েছেও তাই। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস জানান, `প্রদীপ ইনজুরিতে ভুগছে। সম্ভবত সে দ্বিতীয় টেস্টে খেলতে পারবে না। ’

গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে তিন উইকেট লাভ করেন প্রদীপ। প্রথম ইনিংসে শিখর ধাওয়ান, ঋদ্দিমান সাহা ও রবীচন্দ্রন অশ্বিনকে প্যাভিলিয়নে ফেরান ২৮ বছর বয়সী এ পেসার। এর মধ্যে ধাওয়ান ও অশ্বিনকে ক্লিন বোল্ড করেন। দ্বিতীয় ইনিংসে ছয় ওভার বোলিং করে কোনো উইকেট না পেলেও রঙ্গনা হেরাথ ও থারিন্ডু কুসালের স্পিন ঘূর্ণিতে ১১২ রানেই গুটিয়ে যায় ভারত। ৬৩ রানের জয় পায় লঙ্কানরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কলম্বোর পি সারা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে। এ ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন শ্রীলঙ্কান ব্যাটিং জিনিয়াস কুমার সাঙ্গাকারা।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।