ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শেষ দিনে ব্যাটিং অনুশীলন সালমাদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, আগস্ট ১৬, ২০১৫
শেষ দিনে ব্যাটিং অনুশীলন সালমাদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রোববার (১৬ আগস্ট) মিরপুরে শেষ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রাথমিক ক্যাম্প।   শেষ দিনে  ব্যাটিং অনুশীলন করেছে সালমা বাহিনী।

১৯ আগস্ট মূল স্কোয়াড নিয়ে ফের অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই অবশ্য ঘোষণা করা হবে সালমাদের চূড়ান্ত স্কোয়াড।

এ মাসের ৭ আগস্ট ২৬ জন ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছিল টাইগ্রেসদের প্রাথমিক ক্যাম্প। কন্ডিশনিং ক্যাম্পে বেশির ভাগ সময়ই জিম ও ইনডোরে কাটিয়েছেন ক্রিকেটাররা। হয়েছে ফিটনেস টেস্ট। তবে রোববার ক্যাম্পের শেষ দিনে জিম সেশন শেষে একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করেছেন দলের সকল ক্রিকেটার।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে ৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। হোম সিরিজের জন্যই প্রস্তুত হচ্ছেন সালমা-জাহানারা-পান্না ঘোষরা।

হোম সিরিজ শেষে নভেম্বরের শেষ দিকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে ব্যাংকক যাবে টাইগ্রেসরা।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ১৬ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।