ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

অবসরের পর ‘রেসিং’ এ ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, আগস্ট ১৩, ২০১৫
অবসরের পর ‘রেসিং’ এ ম্যাককালাম ব্রেন্ডন ম্যাককালাম

ঢাকা: সাম্প্রতিক বছরগুলোতে সাফল্যের তুঙ্গে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। তার নেতৃত্বে নিউজিল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলেছে।

আর বিশ্বকাপের পর ইংল্যান্ড সফরেও সে ধারাবাহিকতা বজায় রেখেছিল কিউইরা।

ইংল্যান্ড সফরের পর এক সাক্ষাৎকারে ম্যাককালামের কাছে জানতে চাওয়া হয়, তিনি ক্রিকেট থেকে অবসরের পর কি করবেন? এমন প্রশ্নের জবাবে ডানহাতি এ ব্যাটসম্যান বলেন ‘রেসিং’।

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ঘোড়া প্রজনন ও দৌড় প্রতিযোগিতার প্রতিষ্ঠান ওয়াইকাত স্তুদ। কিউইদের অনেক বিখ্যাত ক্রীড়াবিদ এই খেলাকে এড়িয়ে যেতে পারেননি। আর দেশটির বেশ জনপ্রিয় খেলাও এটি।

ম্যাককালাম বলেন, ‘আমি চাই ক্রিকেটের পরে ভিন্ন কিছু করতে। আর আমি আমার পরবর্তী ইচ্ছার দিকে ছুটতে চাই। যেটি হচ্ছে রেসিং। ’

বর্তমানে ম্যাককালাম সপ্তাহের বড় একটি সময় ঘোড়দৌড়ে কাটান। তবে ঘোড়দৌড়ে তার আসক্তি থাকা সত্বেও তিনি এখনও খেলাটিতে পারদর্শী হতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।