ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইয়োগা কার্যক্রমে নারী ক্রিকেটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, আগস্ট ১৩, ২০১৫
ইয়োগা কার্যক্রমে নারী ক্রিকেটাররা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিরপুরে চলছে বাংলাদেশ নারী ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। প্রাথমিক স্কোয়াডে থাকা ২৬ ক্রিকেটারকে নিয়ে ক্যাম্পের প্রথম পর্বের সপ্তম দিন পার করছে সালমা-শুকতারা-রুমানা-পান্না ঘোষরা।



বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মিরপুরে ফিটনেস অনুশীলনের পাশাপাশি ইয়োগা (যোগাসন) কার্যক্রমে অংশ নেন নারী ক্রিকেটাররা। এর পর  রানিং ও স্ট্রেচিং করেন তারা। প্রথম কয়েকদিন ইনডোরে অনুশীলন করলেও এদিন একাডেমি মাঠে অনুশীলন করেছে পুরো দল। ১৬ আগস্ট পযর্ন্ত চলবে টাইগ্রেসদের কন্ডিশনিং ক্যাম্পের প্রথম পর্ব।

এরপর ঘোষণা করা হবে মহিলা দলের চূড়ান্ত স্কোয়াড। মূল স্কোয়াড নিয়ে ক্যাম্প শুরু হবে ১৯ আগস্ট। গত ৬ আগস্ট ক্যাম্পে যোগ দেন ক্রিকেটাররা। ৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হয় অনুশীলন।  

উল্লেখ্য, অক্টোবরের তৃতীয় সপ্তাহে ৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। হোম সিরিজের পর নভেম্বরের শেষদিকে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে ব্যাংকক যাবেন টাইগ্রেসরা।

এর আগে অবশ্য পাকিস্তান অথবা শ্রীলঙ্কা সফরে যেতে পারে নারী ক্রিকেট দল। তবে এখনো সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।