ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

নিরাপত্তা আর ভেন্যু নিয়ে ভাবছে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, আগস্ট ১০, ২০১৫
নিরাপত্তা আর ভেন্যু নিয়ে ভাবছে বিসিবি ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগস্টের ৩১ থেকে সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। সূচি অনুযায়ী সেখানে পাকিস্তান নারী ক্রিকেটারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ হবে।

তবে এ সিরিজে সবচেয়ে বড় বাধা নিরাপত্তা।

এদিকে ক্রিকেটাররা ইতোমধ্যে পাকিস্তান সফরের ব্যাপারে নিজেদের নিরাপত্তার বিষয়টি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অবহিত করে।

অবশ্য বিসিবি চাচ্ছে খেলার ভেন্যু করাচি থেকে সরিয়ে লাহোরে স্থানান্তরিত করতে। কারণ সম্প্রতি করাচির ন্যাশনাল স্টেডিয়ামের আসা-যাওয়ার পথে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের ওপর গুলির ঘটনা ঘটেছে।

বিসিবি’র ‍অফিসিয়াল থেকে জানানো হয়, তারা পাকিস্তানকে অনুরোধ করেছে খেলার ভেন্যু করাচি থেকে লাহোরে পরিবর্তন করা হোক।

বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে খেলার ভেন্যু বদলানোর ব্যাপারটি জানিয়েছি। তারা করাচিতে সিরিজটি খেলার ব্যাপারে আগেই জানিয়েছিল। তবে আমি মনে করি লাহোরও অন্য একটি ভেন্যু হতে পারে। ’

এদিকে পাকিস্তানের সার্বিক নিরাপত্তার ব্যাপারটি দেখার জন্য খুব সম্প্রতি একটি প্রতিনিধি দল সেখানে সফর করবে বলে আগেই জানিয়েছিল বিসিবি।

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসীদের হামলার পর কোন আন্তর্জাতিক দল পাকিস্তানে সফর করেনি। তবে চলতি বছরে জিম্বাবুয়ে ক্রিকেট দল সীমিত ওভারের সিরিজে অংশ নেয় পাকিস্তানে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।