ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

লঙ্কায় বসে হত্যার হুমকি পেলেন ভুবনেশ্বর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, আগস্ট ১০, ২০১৫
লঙ্কায় বসে হত্যার হুমকি পেলেন ভুবনেশ্বর ছবি: সংগৃহীত

ঢাকা: টিম ইন্ডিয়ার পেসার ভুবনেশ্বর কুমার ও তার বাবাকে হত্যার হুমকি দিয়েছে অভিযুক্ত এক খুনি। অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখতে শুরু করেছে।



জমি সংক্রান্ত বিবাদের জের ধরে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মীরাট পুলিশ।

ভারতের শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে রয়েছেন ভুবনেশ্বর কুমার। এদিকে, হত্যার হুমকি পেয়ে পুলিশের কাছে একটি সাধারণ ডায়েরি করেছেন ভুবনেশ্বরের বাবা কিরনপাল সিং।

জানা যায়, রনবীর সিং নামের একজন অভিযুক্ত খুনি তাদের হত্যা করার হুমকি দেন। খুনের আসামী রনবীরের কাছ থেকে একটি জমি বাবদ ভারতীয় মুদ্রায় ৮০ লক্ষ রুপি দিয়েছিলেন কিরনপাল। কিন্তু, জমি হস্তান্তর করেনি খুনের অভিযোগে জেল খাটা রনবীর। এদিকে, অর্থ ফেরৎ চাওয়ায় ভুবনেশ্বর ও তার বাবাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, রনবীরকে গত এপ্রিলে জমির মূল্যবাবদ ৮০ লক্ষ রুপি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া হয় বলে জানায় কিরনপাল। কিন্তু এখনও জমি হস্তান্তর করেনি রনবীর। কিরনপালের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১০ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।