ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

নতুন গাড়িতে বাড়ির পথে সৌম্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, আগস্ট ৯, ২০১৫
নতুন গাড়িতে বাড়ির পথে সৌম্য ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান এখন সৌম্য সরকার। দলে সুযোগ পাওয়ার কয়েক মাসের মধ্যেই তারকাখ্যাতি পেয়ে যান এ বাঁহাতি ব্যাটসম্যান।

একদিনের ক্রিকেটে তার বর্তমান র‌্যাংকিং ১৫-যা কোনো বাংলাদেশি ব্যাটসম্যানদের মাঝে এখন পর্যন্ত সেরা।

সাতক্ষীরার ছেলে সৌম্য গত সপ্তাহে কিনেছেন প্রিমিও ব্রান্ডের নতুন একটি গাড়ি। সেই গাড়িটি নিয়েই সোমবার (০৯ আগস্ট) রওয়ানা হয়েছেন নিজ জেলা সাতক্ষীরার উদ্দেশ্যে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন তিনি।

যাত্রাপথেই নতুন গাড়ি নিয়ে বাড়ি ফেরার অনুভূতি (মুঠোফোনে) শেয়ার করেন বাংলানিউজের সঙ্গে, ‘খুব ভালো লাগছে, নতুন গাড়ি নিয়ে বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরব। তবে, বেশি দিন থাকা হবে না। কয়েকদিন পরই ঢাকায় ফিরবো। ’

এতদিন সৌম্যের এক নম্বর পছন্দ ছিল তার প্রিয় বাইকটি। তবে প্রাইভেটকারে চড়ে প্রিয় বাইকটিকে তুলে রাখছেন না জানিয়ে তিনি বলেন, ‘বাড়িতে গিয়ে দুটোই চালাবো। দুইটার ফিলিংস আসলে দুই রকমের। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।