ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

‘পাক-ভারত সিরিজ রাজনীতি নির্ভর নয়’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, আগস্ট ৯, ২০১৫
‘পাক-ভারত সিরিজ রাজনীতি নির্ভর নয়’ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই রোমাঞ্চকর এক-একটি ইতিহাস। তবে রাজনৈতিক অস্থিরতার জের ধরে দু’দেশের এ ক্রিকেট লড়াই উপভোগ করতে পারছে না ক্রিকেট বিশ্ব।



আর চিরপ্রতিদ্বন্দ্বী দু’দলের আবারো ক্রিকেট লড়াইয়ের দাবী জানিয়ে পাক টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক জানান, এ দু’দলের দ্বি-পক্ষীয় সিরিজ আয়োজনে আমাদের রাজনীতির ওপর নির্ভর করা উচিৎ না।

মিসবাহ বলেন, ‘আমি মনে করি দু’দেশের ক্রিকেট সিরিজ নিয়মিত হওয়া উচিৎ। আর এর জন্য দু’দেশের রাজনৈতিক সম্পর্ক বাধা হয়ে দাঁড়াতে পারে না। ’

অভিজ্ঞ এ ব্যাটসম্যান আরো জানান, দ্বি-পক্ষীয় সিরিজটি দু’দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ফলে দু’দেশ যেমন অর্থনৈতিক ভাবে সফলতা পায়, তেমনি ক্রিকেটাররাও উপকৃত হয়।

পাক-ভারত সর্বশেষ ২০১২-১৩ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে। ভারতের চেন্নাই, কলকাতা ও দিল্লতে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। আর ২০০৭-০৮ সালে ভারতের মাটিতেই দু’দল সর্বশেষ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।