ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

অবসরে যাচ্ছেন মাইকেল ক্লার্ক!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, আগস্ট ৮, ২০১৫
অবসরে যাচ্ছেন মাইকেল ক্লার্ক! ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাশেজ সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক। এমনই খবর পাওয়া গেছে ‍অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলোতে।



অজিদের এবারের ইংল্যান্ড সফরে বাজে সময় যাচ্ছে ক্লার্কের। একে তো রান পাচ্ছেন না। অন্যদিকে ইংলিশদের বিপক্ষে সাতটি সিরিজ খেলে পাঁচটিতেই হারের মুখ দেখতে হচ্ছে।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে অজিদের ড্রেসিং রুমে ব্যাপক কোন্দল চলছে। কোচ ড্যারেন লেহমানের সঙ্গে ক্লার্কের বিবাদ বাড়ছে। এ সিরিজে এখন পর্যন্ত চারটি টেস্ট খেললেও কোন অর্ধ-শতকের দেখা পাননি এ ডান হাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগষ্ট ০৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।