ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, আগস্ট ৭, ২০১৫
জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল কিউইরা ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নিল বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। ১-১ সমতায় থাকার পর সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়ানদের ৩৮ রানে হারায় কিউইরা।



তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে হারারেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে কেন উইলিয়ামসনের দল।

দলের হয়ে সর্বোচ্চ রান আসে দলপতির ব্যাট থেকেই। ১০৯ বলে ৮টি চার আর একটি ছয়ে উইলিয়ামসন ৯০ রান করেন। এছাড়া ওপেনার মার্টিন গাপটিল করেন ৪২ রান। ছয় নম্বরে নামা জিমি নিশাম ৩১ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। গ্রান্ট ইলিয়টের ব্যাট থেকে আসে ৩৬ রান। আর শেষ দিকে ১৬ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন নাথান ম্যাককালাম।

জিম্বাবুয়ের হয়ে গ্রায়েম ক্রেমার নেন তিনটি উইকেট। এছাড়া দু’টি উইকেট দখল করেন নাইম্বু।

২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে ৯৭ রান তুলে ফেলেন জিম্বাবুয়ের দুই ওপেনার হ্যামিলটন মাসাকাদজা এবং চিভাবা। মাসাকাদজা ৫৭ ও চিভাবা ৩২ রানে বিদায় নেন। তিন নম্বরে নামা ক্রেইগ আরভিনের ব্যাট থেকেও আসে ৩২ রান।

পাঁচ নম্বরে নামা শেন উইলিয়ামসের ব্যাট থেকে আসে ৬৩ রান। ৬২ বলে ৫টি চার আর একটি ছয়ে তিনি তার ইনিংসটি সাজান। তবে, আর কোনো ব্যাটসম্যান কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জুটি গড়তে না পারলে ২৩৫ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।

কিউইদের হয়ে তিনটি উইকেট দখল করেন ম্যাকক্লেনাঘেন। এছাড়া দু’টি উইকেটের মালিক হন ইশ সোধি। ম্যাচ সেরার এবং সিরিজ সেরার পুরস্কার উঠে কেন উইলিয়ামসনের হাতে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।